পেঁয়াজের তেল ব্যবহারের নিয়ম — সঠিক ৫টি ধাপ

পেঁয়াজের তেল থেকে আপনি কতটুকু উপকৃত হবেন এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারের পদ্ধতির উপর। সঠিক নিয়ম না মানলে উপকারের চেয়ে ক্ষতিও হতে পারে।

তাছাড়া অনেকের তৈরি করার প্রক্রিয়ায়তেও কিছু ভিন্নতা থাকে, এক্ষেত্রে ব্যবহারের ধরনও পরিবর্তন হয়ে যায়।

আজকে আমরা শেয়ার করেছি সঠিক ভাবে পেঁয়াজের তেল ব্যবহারের নিয়ম এবং আপনাদের মনে আশা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর, যেগুলো ফলো করলে আশা করি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তবে তেলটি অবশ্যই হতে হবে সঠিক নিয়ম ও পরিমাপে তৈরি

পেঁয়াজের তেল ব্যবহারের নিয়ম

৫টি ধাপে পেঁয়াজের তেল ব্যবহারের নিয়ম

এখানে পাঁচটি ধাপ আলোচনা করেছি, যেগুলো আপনাকে ভুল থেকে বাঁচিয়ে সঠিক নিয়মে ব্যবহার করতে সাহায্য করবে। 

১ম ধাপঃ

ব্যবহারের আগে বোতলটি ঝাঁকিয়ে নিন, এতে উপাদান গুলো তেলের সাথে ভালো মত মিশে যাবে।

তাছাড়া পেঁয়াজের সাথে খাঁটি নারিকেল তেলের মিশ্রণ থাকলে শীতকালে তেলটি জমাট বেঁধে থাকবে, এতে ব্যবহারের আগে একটু রোদে রাখলে বা রান্নার সময় চুলার পাশে রেখে দিলেই তেলটি গলে যাবে, এরপর একটু ঝাকিয়ে নিয়েই ব্যবহার করতে পারবেন।

২য় ধাপঃ

মাথার ত্বক থেকে চুলের শেষ পর্যন্ত ১০-১৫ মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। বেশি চাপ দিয়ে অথবা দ্রুত ভাবে ম্যাসাজ করলে গোড়া থেকে চুল উঠে আসার সম্ভাবনা থাকে, এজন্য সব সময় আলতোভাবে ম্যাসাজ করা উচিত। তবে সম্পূর্ণ মাথায় চুলের গোড়া গুলোতে তেল পৌঁছালো কিনা সেদিকে খেয়াল রাখুন।

নোটঃ যদি আপনার মাথা ঘামাবার অভ্যাস থাকে তাহলে মাথার ত্বকে অতিরিক্ত তেলের মালিশ করবেন না, ৫-১০ মিনিটে যথেষ্ট। অতিরিক্ত মালিশে মাথা গরম হতে পারে।

৩য় ধাপঃ

তেলটি অন্তত ২-৩ ঘন্টা মাথায় রাখুন। সব থেকে ভালো হয় যদি গোসলের ২-৩ ঘন্টা আগে মাখতে পারেন। আপনি চাইলে তেলটি রাতে ঘুমানোর সময় মেখে সকাল পর্যন্ত রাখতে পারেন। 

নোটঃ তেল কেনার আগে অবশ্যই জেনে নিবেন এটি সারারাত মাথায় রাখার উপযোগী কিনা, কারণ সব তেল সারারাত রাখা যায় না। অনেকের তৈরির প্রক্রিয়া ভিন্ন থাকে বা কেমিক্যাল মিশ্রিত থাকায় বেশি লম্বা সময় রাখা যায় না।

৪র্থ ধাপঃ

নিদ্রিষ্ট সময় পর্যন্ত রাখার পর ন্যাচারাল কোনো শ্যাম্পু বা আপনি প্রতিনিয়ত যেটা ব্যবহার করেন সেটা দিয়ে মাথা ধুয়ে ফেলুন। পেঁয়াজে প্রচুর পরিমাণ সালফার থাকে তাই তেলটি অন্য সাধারণ তেলের মত সব সময় মাথায় মেখে রাখতে হয় না, অল্প সময়েই এর কার্যকারিতা পাওয়া যায়।

শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে TRESemme বা L’Oreal বাছাই করতে পারেন, আমি নিজেও TRESemme এর Keratin Smooth শ্যাম্পু টা ব্যবহার করছি দীর্ঘ দিন ধরে, এটা অন্য গুলোর মত গোসলের সময় অতিরিক্ত চুল ঝড়ায় না

৫ম ধাপঃ

এটা প্রতিদিন ব্যবহার করতে হয় না, সপ্তাহে ২-৩ দিন নিয়মিত ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া যায়। 

আপনি হয়তো প্রথম ১-২ সপ্তার মধ্যেই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তবে দীর্ঘমেয়াদি ফলাফল পেতে অন্তত ৩-৪ মাস নিয়মিত ব্যবহার করা উচিত।

চুল পড়া কমে যাওয়া যেমন অল্প কিছুদিনের মধ্যেই লক্ষ্য করা যায় কিন্তু নতুন চুল গজানোর ক্ষেত্রে বা চুল ঘন হওয়ার জন্য একটু সময় প্রয়োজন। এজন্যই কমপক্ষে ৩-৪ মাস নিয়মিত ব্যবহার করা উচিত।

কিছু কমন প্রশ্ন ও উত্তরঃ

এটা কি বাচ্চারা ব্যবহার করতে পারবে?

জ্বি, তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক হলে সকল বাচ্চাই ব্যবহার করতে পারবে, তবে বাচ্চাদের ক্ষেত্রে তেলটি সারারাত মাথায় না রেখে গোসলের ১-২ ঘন্টা আগে ব্যবহার করে শ্যাম্পু করে ফেলা উত্তম।

তেল কতদিন পর্যন্ত ভালো থাকে?

তেলটি ১ বছর পর্যন্ত ভালো থাকে তবে ৬ মাস পর্যন্ত কার্যক্ষমতা বেশি ভালো থাকে। ৬ মাসের পর ব্যবহারে ফলাফল কম পাওয়া যাবে। তবে ১-২ মাস পর পর একটু রোদে রেখে গরম করে নিলে তেলটি বেশি দিন ভালো থাকবে।

পেঁয়াজের তেলে কি চুল গন্ধ করবে?

সংক্ষিপ্ত উত্তর হল না – তবে তেলটি অবশ্যই হতে হবে সম্পূর্ণ প্রাকৃতিক। তবে চুলে নেওয়ার সময় ঘ্রাণটা যদি ভালো না লাগে আপনার কাছে তাহলে সুগন্ধি যুক্ত কোনো তেল মিক্স করে নিতে পারেন।

আমি কি সারারাত চুলে পেঁয়াজের তেল রেখে দিতে পারি?

হ্যাঁ, প্রাকৃতিক অনিয়ন অয়েল আপনার চুলে সারা রাত রাখা যেতে পারে। তবে আপনার বালিশে দাগ না পড়ার জন্য শাওয়ার ক্যাপ বা একটা কাপড় দিয়ে আপনার মাথা ঢেকে রাখুন বা বালিশের উপর দিয়ে রাখুন।

এলাৰ্জি থাকলে ব্যবহার করা যাবে কি?

আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার অতিরিক্ত অ্যালার্জি আছে কিনা, এতে কিছুটা সমস্যা হতে পারে। তবে পেঁয়াজ খেলে যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আশা করা যায় কোনো সমস্যা হবে না।

তাছাড়া আপনি এলার্জির জন্য যে ডাক্তারের পরামর্শ নেন, তার থেকে জেনে নিতে পারেন যে পেঁয়াজে আপনার কোনো সমস্যা হবে কিনা চুল বা ত্বকে।  

উপসংহার:

আমরা চেষ্টা করেছি একদম বিস্তারিতভাবে অনিয়ন হেয়ার অয়েল ব্যবহার করার পদ্ধতি গুলো বর্ণনা করার, আপনি যদি সঠিকভাবে এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে পেঁয়াজের তেল থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ উপকার টি পাবেন। 

চুলের যত্নের নতুন ও কার্যকারী সকল টিপস পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং এরকম গুরুত্বপূর্ণ সকল আর্টিকেল পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এর Blog সেকশনে

আপনার নিজের ও চুলের প্রতি শুভকামনা রেখে আজকে এখানেই শেষ করছি, হয়তো আবার আপনাকে সাহায্য করার সুযোগ পাবো অন্য কোন তথ্য দিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart